তামিমের সহযোগী কামরান ৬ দিনের রিমান্ডে

ঢাকা: নব্য জেএমবি নেতা তামিম চৌধুরী ও কল্যাণপুরের তাজ মঞ্জিলে পুলিশের অভিযানে নিহত জঙ্গি আবু হাকিম নাঈমের ঘনিষ্ঠ সহযোগী সালাহ্ উদ্দিন কামরানের (৩০) ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মো. মাহমুদুল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কামরানকে কল্যাণপুরের জঙ্গি মামলায় গ্রেফতার দেখিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে কামরানকে আটক করে কাউন্টার টেরোরিজম ইউনিট। সে নিউ জেএমবির একজন সক্রিয় সদস্য।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি, মিডিয়া) এ এসএম হাফিজুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরান জানিয়েছে সে তাজ মঞ্জিলে অভিযানে নিহত জঙ্গি আবু হাকিম নাঈমের ঘনিষ্ঠ ছিল। গত মে মাসে জঙ্গি আদর্শে দীক্ষিত হয়ে সে ঢাকায় আসে। পরে তাজ মঞ্জিল থেকে গ্রেফতার আরেক জঙ্গি রাকিবুল হাসান রিগ্যানের কাছে পাইকপাড়াতে প্রশিক্ষণ নেয়।’
তিনি বলেন, ‘কামরান নিহত জঙ্গি তামিম চৌধুরীসহ এ সংগঠনের শীর্ষ নেতৃত্বেরও ঘনিষ্ঠ ছিল। সে নিউ জেএমবির আদর্শ ও কর্মকাণ্ডকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে বিভিন্ন প্রচার-প্রচারণা করে আসছে। বর্তমানে দেশিয় ইসলামী উগ্রপন্থি সংগঠনের সহায়তায় বাংলাদেশে নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করার পরিকল্পনাও ছিল তার।’
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা- জাহিদুল ইসলাম