
ঢাকা: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, তারেক রহমান ও তার মা ২১শে আগস্ট হত্যার সঙ্গে যে জড়িত ছিল এতে কোনো সন্দেহ নেই। শাস্তি যখন পেয়েছে, যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আবার ক্ষমতায় এলে তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারব। তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে বলেও জানান তিনি।
আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
শেখ হাসিনা ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার বর্ণনা করে বলেন, ২১ আগস্ট বিএনপি–জামায়াতের সৃষ্টি করা আঘাত এসেছিল প্রকাশ্য দিবালোকে। তারেক রহমানের বাবা জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তারেক ও তাঁর মা ২১ আগস্টের হত্যার সঙ্গে জড়িত ছিলেন, এতে কোনো সন্দেহ নেই।
প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমি বিশ্বাস করি, আল্লাহ যদি চায় আগামী নির্বাচনে আমরা যদি ফিরে আসতে পারি এর মাঝে অবশ্যই আমরা তাকে ফিরিয়ে আনতে পারব। শাস্তি দিতে পারব- এই বিশ্বাস আমার আছে। এজন্য আমি দেশবাসীর কাছে দোয়াও চাই, ভোটও চাই যাতে ফিরে এসে যেন এই অন্যায় অবিচারের বিচার করে যেতে পারি। এর সাজাটা কার্যকর করতে চাই। দেশবাসীকে আমি আহ্বান জানাবো তারা আরেকবার যেন ভোট দিয়ে দেশের সেবা করার সুযোগ দেন। আর এই অন্যায়, অবিচার, জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক দূর করে বাংলাদেশের মানুষকে শান্তি দেয়ার সুযোগ দেন এটাই আমি চাই।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান