
নাহিদ ন্যাস, ঢাকা:
বিজয়ের এই দিনে সারাদেশ যখন মেতে আছে উৎসবে, জাতীয় পতাকার রঙে নিজেদের রাঙিয়েছে গোটা জাতি। ঠিক ওই সময় তালাবদ্ধ অবস্থায় পরে আছে এফডিসির মুক্তিযোদ্ধা সংসদ। এমনকি উড়েনি জাতীয় পতাকাও।
মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আয়োজন তো বহু দূর। ‘স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে এফডিসির অভ্যান্তরে মুক্তিযোদ্ধা অফিসে আসুন’ এমন ‘ট্যাগ লাইন’ লাগানো ঘরের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও কারো দেখা পাওয়া যায়নি।
এফডিসিতে উপস্থিত অনেকের সঙ্গে কথা বললে, তারা কেউই এ সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেনি। অনেকে জানান, তারা কখনই এ অফিসে কাউকে বসতে দেখেননি। আবার অনেকে বলেছেন, মাঝে মধ্যে অনেককেই বসতে দেখি কিন্তু কারা আসলে বসেন তা জানি না।
এফডিসির কর্মকর্তা হিমাদ্রি বলেন, ‘এখানে আমাদের এফডিসির যারা মুক্তিযোদ্ধা তারা বসেন। যিনি দেখাশোনা করতেন তিনি তো এখন নেই। আবু তাহের, আব্দুল মান্নান, মো. হান্নান সাহেব ওনারা এখন বসেন এই অফিসে।’
তবে মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বে থাকা কোন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এফডিসির নিরাপত্তা কর্মীরা জানান, এফডিসির যারা মুক্তিযোদ্ধা আছেন তারা বসেন। ওনাদের একজনের নাম মো. হান্নান। উনি কখন বসেন তা বলতে পারবো না।
‘মুক্তিযোদ্ধা সংসদ’ যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের একটি অরাজনৈতিক কল্যাণমূলক সংগঠন। ১৯৭২ সালের ১৩ ফেব্রুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র অনুযায়ী লক্ষ্য-
- স্বাধীনতা যুদ্ধের অভীষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে জনসাধারণ এবং মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা;
- দেশ ও জনগণকে রক্ষা করা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার লক্ষ্যে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করা এবং দেশের কল্যাণের জন্য যেকোন নির্বাচনে অংশগ্রহণ করা;
- মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত/পঙ্গু মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের প্রচেষ্টা অব্যাহত রাখা;
- দেশের অর্থনীতির উন্নয়ন এবং জনগণের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করা;
- সমগ্র দেশে উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করা;
- জাতীয় ঐক্য ও সংহতি রক্ষাকল্পে সব ধরনের সাম্প্রদায়িকতা, সম্প্রসারণবাদ, বর্ণবাদ ও সাম্রাজ্যবাদকে প্রতিহত করা;
- মুক্তিযোদ্ধাদের একটি তালিকা প্রণয়ন করা এবং তা সরকারি গেজেটে প্রকাশ করা;
- মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রণয়ন এবং যুদ্ধের স্মৃতি ও দলিলপত্র সংরক্ষনের পদক্ষেপ গ্রহণ করা; এবং
- স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রামরত বিশ্বের নিপীড়িত জাতিসমূহের সঙ্গে সংহতি প্রকাশ করা।
সম্পাদনা: সজিব ঘোষ