
দুবাই: আল কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরি আফগানিস্তানের নতুন তালেবান নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদার প্রতি সমর্থন এবং আনুগত্য প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ শনিবার এই তথ্য প্রকাশ করে। অনলাইনে আইমান আল-জাওয়াহিরির ১৪ মিনিটের এক অডিও এবং ভিডিও বার্তায় এই আনুগত্য প্রকাশ করা হয়।
জাওয়াহিরি বলেন, কাশগর থেকে আন্দালুসিয়া, ককেশাস থেকে সোমালিয়া এবং সেন্ট্রাল আফ্রিকা, কাশ্মির থেকে জেরুজালেম, ফিলিপাইন থেকে কাবুল এবং বুখারা থেকে সমরখন্দ পর্যন্ত দখলদারদের কাছ থেকে মুসলমানদের চুরি হয়ে যাওয়া ভূমির প্রতি ইঞ্চি উদ্ধারে যে জিহাদ চলছে, তাতে আমরা আপনার প্রতি আনুগত্যের অঙ্গীকার করছি।
তিনি নতুন তালেবান নেতাকে বিশ্বাসীদের আমির এবং ইসলামি খিলাফতের বৈধ প্রধান হিসেবে অভিহিত করেন।
এমন এক সময়ে তালেবান নেতার প্রতি আল কায়েদা প্রধানের আনুগত্যের খবর প্রকাশিত হলো, যখন আফগানিস্তানে তালেবানের প্রতিদ্বন্দ্বী হিসেবে আরেক জঙ্গিগোষ্ঠী আইএস’র উত্থান ঘটতে যাচ্ছে।
সম্প্রতি মার্কিন ড্রোন হামলায় আফগান তালেবান নেতা মোল্লা মনসুরের মৃত্যু হলে হায়বাতুল্লাহ আখুন্দজাদা সংগঠনটির নতুন নেতা নির্বাচিত হন। সূত্র: এনডিটিভি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসআই