
সিরাজগঞ্জ: জেলার তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলামকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে থেকে তাকে বদলীর নির্দেশ দেন।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ জানান, স্থানীয় সাংসদ মম আমজাদ হোসেন মিলন এমপির নির্দেশে ওসি আমিনুল ইসলাম উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের বিভিন্ন ভাবে হয়রানী করে আসছিল। বিষয়টি উচ্চ মহলে জানানো হলে তাকে পুলিশ লাইনে বদলি করা হয়।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, এটি প্রত্যাহার নয় পুলিশের নিয়মিত রুটিন ওয়ার্ক। তাকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
৩০ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদে চেয়ারম্যানে কক্ষে হামলা চালিয়ে চেয়ারম্যান আব্দুল হককে গুরুতর আহত করে। এসময় কক্ষের আসবাপত্র ভাংচুর করা হয়। গুরুতর আহত উপজেলা চেয়ারম্যানকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনায় চেয়ারম্যানের ভাগ্নে ও তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বাদী হয়ে এমপির দুই পুত্র, তার ব্যক্তিগত সহকারী ও তাড়াশ প্রেসক্লাবের সভাপতিসহ ১৪ জনকে আসামী করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল খালেক পিয়াসকে আটক করে।
প্রতিবেদন: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: সজিব ঘোষ