Sunday, August 28th, 2016
তিন জঙ্গির একজন যশোরের রাব্বি
August 28th, 2016 at 5:25 pm
তিন জঙ্গির একজন যশোরের রাব্বি

যশোর: নারায়নগঞ্জের পাইকপাড়ায় পুলিশের অভিযানে নিহত তিন জঙ্গির একজনের নাম ফজলে রাব্বি। তিনি জেলার সদর উপজেলার কিসমত নোয়াপাড়া গ্রামের বাসিন্দা কাজী হাবিবুল্লাহ’র ছেলে।

রোববার সকালে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছ থেকে ছবি দেখে হাবিবুল্লাহ তার ছেলেকে শনাক্ত করেন।

হাবিবুল্লাহ বলেন, ‘হ্যা শনিবার আমার ছেলে মারা গেছে- এটা আমি জানি। তার বিষয়ে রিপোর্ট করেন, আমার কোনও সমস্যা নাই। তবে আমার ছেলেকে যারা জঙ্গি বানিয়েছে, সরকার তাদের কেন ধরছে না।’

তিনি বলেন, ‘তার লাশ সংগ্রহের জন্য আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করবো। সকালে গোয়েন্দা সংস্থার কয়েকজন লোক বাড়িতে এসেছিল, তারা রাব্বির বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে চলে গেছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, রাব্বি যশোরের এমএম কলেজের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত এপ্রিল মাস থেকে তিনি নিখোঁজ হন। রাব্বির কলেজ সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়া কিছুদিন আগে তিনি ছাত্রত্ব বাতিলের অাবেদন করে কলেজ থেকে সব কাগজপত্র তুলে নেন।

রাব্বির পরিবার জানায়, ‘গত ৫ এপ্রিল সকালে কলেজে যাওয়ার কথা বলে রাব্বি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। ওই ঘটনায় তার বাবা হাবিবুল্লাহ গত ৭ এপ্রিল যশোরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাব্বির নিখোঁজের বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপনও দেয়া হয়।

যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, আমাদের কাছে যে তথ্য রয়েছে সে অনুযায়ী রাব্বিই নারায়ণগঞ্জে নিহত জঙ্গিদের মধ্যে একজন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, রাব্বি এলাকার ছেলেদের সঙ্গে খুব একটা মিশতেন না। শুধু স্থানীয় মসজিদের ইমাম মো. ইয়াহিয়ার সঙ্গে তার সখ্য ছিল। তিনিই রাব্বিসহ চার-পাঁচজনকে জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করেন।  বিষয়টি জানার পর স্থানীয় লোকজন ইয়াহিয়াকে ওই মসজিদ থেকে বের করে দেন।

প্রতিনিধি, সম্পাদনা: প্রীতম সাহা সুদীপ


সর্বশেষ

আরও খবর

সাগরে ৪ নম্বর সংকেত, বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুই দিন

সাগরে ৪ নম্বর সংকেত, বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুই দিন


দু-তিন দিনের মধ্যে আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

দু-তিন দিনের মধ্যে আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী


সারা দেশের নৌ ধর্মঘট প্রত্যাহার

সারা দেশের নৌ ধর্মঘট প্রত্যাহার


অতিরিক্ত মূল্যে আলু বিক্রির দায়ে বরিশালে চার ব্যবসায়ীকে জরিমানা

অতিরিক্ত মূল্যে আলু বিক্রির দায়ে বরিশালে চার ব্যবসায়ীকে জরিমানা


করোনায় প্রাণ গেল আরও ২১ জনের

করোনায় প্রাণ গেল আরও ২১ জনের


শিশু ধর্ষণের মামলায় দ্রুততম রায়ে আসামির যাবজ্জীবন

শিশু ধর্ষণের মামলায় দ্রুততম রায়ে আসামির যাবজ্জীবন


মাস্ক পরা নিশ্চিত করতে নির্দেশ মন্ত্রিসভার

মাস্ক পরা নিশ্চিত করতে নির্দেশ মন্ত্রিসভার


দেশে করোনায় আরও ২৩ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ২৩ জনের মৃত্যু


ভোট সুষ্ঠু হয়েছে; দাবি প্রধান নির্বাচন কমিশনারের

ভোট সুষ্ঠু হয়েছে; দাবি প্রধান নির্বাচন কমিশনারের


বিশ্ব স্বাস্থ্য সংস্থার খসড়া তালিকায় গ্লোব বায়োটেকের ভ্যাকসিন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার খসড়া তালিকায় গ্লোব বায়োটেকের ভ্যাকসিন