
ঢাকা: ‘হাউজ অব নয়েজ’ নামের নতুন একটি ব্যান্ড তৈরি করেছেন অভিনয় জগতের তিন জনপ্রিয় মুখ অপূর্ব, জাকিয়া বারী মম ও নাঈম। নাটক কিংবা সিনেমা নয়, সত্যিকার অর্থেই গান করতে এই ব্যান্ড গড়ছেন তারা। ইতোমধ্যে তাদের গানের দলটির কার্যক্রমও শুরু হয়ে গেছে! পুরোদমে চলছে প্র্যাকটিস।
‘এমনকি প্র্যাকটিসে করা একটি গানের ভিডিও ইউটিউবেও প্রকাশ করেছেন এই তিন তারকা’
‘অভিমান’ শিরোনামে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা তিনজনই। গানটিতে তাদের সাথে আরো ছিলেন মনোসরনী ব্যান্ডের সংগীত তারকা প্রবর রিপনও। ভিডিওটির শুরুতেই নাঈম বলেন, ‘আমাদের ব্যান্ডের নাম হাউজ অব নয়েজ। আমরা নয়েজ করতে ভালোবাসি। আপনার সাবধানে গানটি শুনবেন।’
‘হাওস অফ নয়েজ’ নিয়ে অপূর্বের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা আসলে শ্যুটিংয়ের ফাঁকে করা। আমরা তিনজনই ‘ফ্রেন্ডস’ নামের একটি নাটকে কাজ করছি। শুটিং স্পটের পাশেই নিয়াজ কামরানের স্টুডিওতে তাৎক্ষণিক আমরা এর কথা লিখেছি ও সুর করেছি। এটা শুধুই মজা করার জন্য করেছি। সিরিয়াস কোনও বিষয় নয় বা আমাদের ব্যান্ড করারও ইচ্ছে নেই।’
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস