Wednesday, January 15th, 2020
তিন দফায় পাকিস্তানে গিয়ে তিনটি সংস্করণেই খেলবে বাংলাদেশ!
January 15th, 2020 at 1:30 pm
টি-টোয়েন্টি ছাড়া আর কোনো সিরিজে খেলতে রাজী ছিল না বাংলাদেশ
তিন দফায় পাকিস্তানে গিয়ে তিনটি সংস্করণেই খেলবে বাংলাদেশ!

স্পোর্টস্ প্রতিবেদক,

ঢাকাঃ বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে টানাপোড়েন অবশেষে কেটেছে। টি-টোয়েন্টি ছাড়া আর কোনো সিরিজে খেলতে রাজী ছিল না বাংলাদেশ। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সংবাদ বিজ্ঞপ্তি জানাচ্ছে, তিন দফায় পাকিস্তানে গিয়ে তিনটি সংস্করণেই খেলবে বাংলাদেশ!

দুবাইয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি, ২০২০ইং) আইসিসি গভর্নেন্স কমিটির সভার ফাঁকে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আলোচনা হয়েছে পিসিবি সভাপতি এহসান মানির। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের উপস্থিতিতে বাংলাদেশ ও পাকিস্তানের বোর্ড এই সফর নিয়ে একমত হতে পেরেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওই সিরিজ খেলে দেশে ফিরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেস্ট খেলতে দল আবার যাবে পাকিস্তানে। ৭ ফেব্রুয়ারি থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে রাওয়ালপিণ্ডিতে।

বাংলাদেশের তৃতীয় দফার সফর এপ্রিলে। ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলবে দুই দল। তার পর একই শহরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি টেস্ট ৫ এপ্রিল থেকে।

সফর নিয়ে বাংলাদেশের সবশেষ যে অবস্থান ছিল, সেখান থেকে নাটকীয় পরিবর্তনই হয়েছে বলতে হবে দুবাইয়ের সভায়। রোববার বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান জোর গলায় বলেছিলেন, পাকিস্তানে টি-টোয়েন্টি ছাড়া অন্য কোনো কিছু খেলা আপাতত সম্ভব নয় বাংলাদেশের পক্ষে। যুক্তরাষ্ট্র-ইরানের সাম্প্রতিক যুদ্ধাবস্থা ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় বিসিবির প্রতি বাংলাদেশ সরকারের পরামর্শ ছিল, সংক্ষিপ্ত সময়ের জন্য গিয়ে শুধু টি-টোয়েন্টি খেলে আসা। অথচ সেখান থেকে সরে এসে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি তো খেলতে যাচ্ছেই, আইসিসি ভবিষ্যৎ সূচির বাইরে থেকে যোগ হয়েছে একটি ওয়ানডে।

কূটনৈতিক এই বিজয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পিসিবি সভাপতি এহসান মানি।

“খেলাটির স্বার্থে ও গর্বিত দুটি ক্রিকেট জাতির স্বার্থে দুই পক্ষের আপোসে সমস্যার সমাধান করতে পারায় আমি সন্তুষ্ট। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে আমি ধন্যবাদ জানাই তার নেতৃত্বের জন্য ও এই দুই দেশে ক্রিকেট এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করে দেওয়ার জন্য।”

এতদিনের অবস্থান থেকে সরে আসতে হলেও বিসিবির বিবৃতিতে নাজমুল হাসান জানালেন সন্তুষ্টির কথা।

“আমাদের অবস্থান অনুধাবন করার জন্য পিসিবিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। আমরা সন্তুষ্ট যে পারস্পরিক সমঝোতায় গ্রহণযোগ্যে একটি সমাধানে পৌঁছানো গেছে। আইসিসি ভবিষ্যৎ সফরসূচিকে যে আমরা আন্তরিকভাবে সম্মান করি, সেটির উজ্জ্বল উদাহরণ এটি।”

এএমএন/


সর্বশেষ

আরও খবর

কক্সবাজারের ১৩৪৭ পুলিশ সদস্য বদলি

কক্সবাজারের ১৩৪৭ পুলিশ সদস্য বদলি


করোনায় আরও ২১ জনের মৃত্যু

করোনায় আরও ২১ জনের মৃত্যু


অর্থনৈতিক কূটনীতি অনুসরণের নির্দেশ শেখ হাসিনার

অর্থনৈতিক কূটনীতি অনুসরণের নির্দেশ শেখ হাসিনার


করোনা সংক্রমন ঠেকাতে ব্রিটিশ সরকারের নতুন আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ  ১০ হাজার পাউন্ড জরমিানা

করোনা সংক্রমন ঠেকাতে ব্রিটিশ সরকারের নতুন আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড জরমিানা


সরকারি কেনাকাটায় অস্বাভাবিক দাম নিয়ন্ত্রনে ৬ নির্দেশনা

সরকারি কেনাকাটায় অস্বাভাবিক দাম নিয়ন্ত্রনে ৬ নির্দেশনা


আপাতত লকডাউনের কথা ভাবছে না সরকার

আপাতত লকডাউনের কথা ভাবছে না সরকার


ভূরাজনৈতিক বিরোধে জাতিসংঘকে দুর্বল না করার আহবান প্রধানমন্ত্রীর

ভূরাজনৈতিক বিরোধে জাতিসংঘকে দুর্বল না করার আহবান প্রধানমন্ত্রীর


দেশে করোনায় আরও ৪০ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ৪০ জনের মৃত্যু


দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ রোধে প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ রোধে প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর


প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা