
নিজস্ব সংবাদদাতা । নিউজনেক্সট বিডি ডট কম
যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সোমবার রাত থেকে উৎপাদন শুরু হয় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। উৎপাদনে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। অবশ্য এর মাঝে তিন দিন বন্ধ ছিল উৎপাদন। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের ডিজিএম মোহাম্মাদ আনারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৩ সালে কয়লা সঙ্কট ও যান্ত্রিক ত্রুটি জন্য বিদ্যুৎ কেন্দ্রটি আটবার বন্ধ হয়েছে। এর মধ্যে পাঁচবার বন্ধ হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে, এবং তিনবার কয়লার অভাবে। চলতি বছরের জুলাই মাসে প্রায় অর্ধেক সময় বন্ধ ছিল এর বিদ্যুৎ উৎপাদন।
উল্লেখ্য, ২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ বিনিয়োগে তাপ বিদ্যুৎ-কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয় এবং ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে এই কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়।
২০১৩ সাল থেকে শুরু হয় জমি অধিগ্রহণ, জমি ভরাট ও সড়ক নির্মাণের কাজ। প্রায় নয় বছর পর ২০২২ সালের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় বিদ্যুৎ-কেন্দ্রটি।