
চট্টগ্রাম: পার্বত্য ভূমি কমিশন আইনের সংশোধনীকে ‘বিতর্কিত’ও ‘বাঙালিদের পার্বত্য চট্টগ্রাম থেকে তাড়ানোর অপকৌশলের সহায়ক’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।
সম্প্রতি মন্ত্রিসভা চেয়ারম্যানের ক্ষমতা হ্রাস করে একটি সংশোধনী প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়ায় পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্যপরিষদ যৌথভাবে এ হরতালের ডাক দেয়।
এদিকে হরতালের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখনো জেলা শহরের অধিকাংশ দোকানপাট খোলেনি। হরতালে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। শহরের দু’একটি স্থানে হরতালের পক্ষে পিকেটিং করছে হরতাল সমর্থকরা। স্পর্শকাতর স্থানসমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উক্ত আইনের ফলে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি বাড়বে এবং এখানকার বাঙালিদের ভূমি থেকে উচ্ছেদ হতে হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/ওয়াইএ