
সিরাজগঞ্জ: পারিবারিক কলহের জের ধরে ভগ্নিপতি আবু তাহের মোল্লাকে (৪৬) পিটিয়ে হত্যা করেছে তার তিন শ্যালক। বেলকুচি উপজেলা সদরের চন্দনগাতি দক্ষিণপাড়ায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এতথ্য নিশ্চিত করে বলেন, “শুক্রবার সকালে তাহের মোল্লার সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তিন শ্যালক সাদ্দাম হোসেন (৩৫), সওদাগর হোসেন (৩২) ও উজ্জ্বল হোসেনক (২৮) মিলে তাহেরকে কিল-ঘুষি মারতে শুরু করলে তিনি অসুস্থ হয়ে পড়েন।”
ওসি আরো বলেন, “পরিবারের অন্য সদস্যরা তাহেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ মর্গে পাঠায়। তাহেরের তিন শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। তাহের মোল্লা ওই এলাকার গফুর মোল্লার ছেলে।”
গ্রন্থনা ও সম্পাদনা: তাহের