
রংপুর: পানির ন্যায্য হিস্যার দাবীতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে বগুড়া থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে ২ দিন ব্যাপী রোডমার্চ রংপুর ছেড়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের সমাবেশ শেষে রোডমার্চটি তিস্তা ব্যারাজ অভিমুখে যাত্রা শুরু করে।
পথে পাগলাপীর, তারাগঞ্জ, কিশোরগঞ্জ, জলঢাকাসহ বিভিন্ন স্থানে জনসংযোগ, পথসভা সমাবেশ শেষে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিকেল ৪টায় সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের সমাবেশে জেলা বাসদ সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, কমরেড জাহেদুল হক মিলু, কমরেড রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ও নঁওগা জেলা বাসদ আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, বগুড়া জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, রংপুর জেলা সদস্য সচিব মমিনুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রংপুর জেলা আহ্বায়ক সাদেক হোসেন প্রমুখ।
এর আগে বুধবার বেলা ১১টায় বগুড়ার সাতমাথায় রোডমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। রোডমার্চটি মহাস্থানগড়, মোকামতলা, ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, ধাপেরহাট ও রংপুর-পীরগঞ্জ, শঠিবাড়ি, মিঠাপুকুরসহ বিভিন্ন স্থানে পথসভা-সমাবেশ শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টায় মডার্ন মোড়ে সমাবেশ করে। তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ব্রহ্মপুত্রের পানি সরিয়ে নেওয়ার চক্রান্ত এবং সরকারের নতজানু নীতির প্রতিবাদে এ রোডমার্চের আয়োজন করেছে দলটি।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব