
ঢাকা: আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান একদিন হয়ে যাবে। তিস্তার পানি বণ্টন বিষয়ে ইতিবাচক ভারত।
তিনি জানান, ভারতের বিভিন্ন পর্যায়ে আলোচনা শেষে এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই-কমিশনার।
বৃহস্পতিবার সচিবালয়ে সেতুমন্ত্রী তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাই-কমিশনার হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী জানান, আগামী ডিসেম্বরে তিস্তার পানি বণ্টন বিষয়ে আলোচনার জন্য ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময়েও তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। আলোচনার মাধ্যমেই তিস্তা চুক্তি বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।
বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রায় ভারত সব সময় পাশে আছে; আগামীতে থাকবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তবে ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, চলতি ১০ম সংসদের মেয়াদ আরো ২ বছর ২ মাস বাকি আছে। যথাসময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদোত্তীর্ণ হওয়ার ৩ মাসের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো সংশয়ের অবকাশ নেই।
দলের বর্তমান অবস্থা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলকে সুসংগত করার চ্যালেঞ্জ নিয়েই সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছি। দলকে গুছিয়ে নিতে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি।
তিনি আরো বলেন, একইসঙ্গে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমের জন্য জেলা-উপজেলা পর্যায়ের প্রত্যেক নেতা-কর্মীকে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলের শীর্ষ পর্যায়ে বেশকিছু পরিবর্তন এসেছে। টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সৈয়দ আশরাফুল ইসলামের পরিবর্তে এ পদের দায়িত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গ্রন্থনা: ইয়াছিন রানা, সম্পাদনা: জাহিদ