
ঢাকা: রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করে সুন্দরবন ধ্বংসের যে পাঁয়তারা চলছে তার বিরুদ্ধে ভিন্নরকম লড়াই চালিয়ে যাচ্ছে নাট্য সংগঠন ‘তীরন্দাজ’। মানুষকে সচেতন করতে এবং প্রতিবাদে সামিল হবার জন্য নিরলসভাবে সকলে কাজ করে চলেছেন তারা।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সংগঠনটি আয়োজন করেছিল সুন্দরবন নিয়ে একটি প্রতিবাদী পথনাটকের। শুক্রবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রদর্শিত হয় তীরন্দাজ’র নতুন পথনাটক ‘কয়লা রাজার দেশে’।
তীরন্দাজ’র প্রযোজনা কয়লা রাজার দেশে নাটকটি লিখেছেন জাহিদ গগণ। নির্দেশনা দিয়েছেন শোভন দাস।
নাট্যকার জাহিদ গগণ জানিয়েছেন, কয়লা রাজার দেশে একটি রম্য তোষামোদী নাটিকা। কয়লা রাজা আমাদের কাছে বরাবরই দুর্জন। আমরা চেয়েছি, এই নাটিকায় হীরক রাজাকে বুঝিয়ে শুনিয়ে সুন্দরবন রক্ষার পক্ষে নিয়ে আসতে। আজ এই দুর্দিনে কয়লা রাজাও সুন্দরবন রক্ষার পক্ষে এসেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই