
আংকারা: ব্যর্থ সেনা অভ্যুত্থানের জের ধরে তুরস্কে আরো ১ হাজার ৩৮৯ জন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু। রোববার এই সেনা কর্মকর্তাদের বরখাস্ত করার ঘোষণা দেয়া হয়।
নতুন করে বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান সামরিক উপদেষ্টা, সেনা প্রধানের শীর্ষ একজন সহযোগী এবং প্রতিরক্ষামন্ত্রীর মুখ্য সচিব রয়েছেন।
এর আগে শনিবার প্রেসিডেন্ট এরদোয়ান সশস্ত্র বাহিনীতে বেশ কিছু পরিবর্তনের পরিকল্পনার কথা জানান। তিনি সেনাবাহিনীর প্রশিক্ষণ একাডেমি বন্ধ করে দেয়ার ঘোষণা দেন।
তুর্কি প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, সেনা, নৌ এবং বিমান বাহিনী সরাসরি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে সংসদের অনুমোদন নিতে হবে।
রিসেপ তাইয়িপ এরদোয়ান ব্যর্থ এই অভ্যুত্থানের জন্য ফের যুক্তরাষ্ট্র প্রবাসী তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনকে দায়ী করেন।
১৫ জুলাই তুর্কি সেনাবাহিনীর একটি গ্রুপের ব্যর্থ অভ্যুত্থানের জের ধরে দেশটিতে এ পর্যন্ত ৬৬ হাজার সরকারী কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং ৫০ হাজার পাসপোর্ট বাতিল করা হয়েছে। ১৪২ টি গণমাধ্যম বন্ধ করে দেয়া ছাড়াও ৪২ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ব্যর্থ এই অভ্যুত্থানের ফলে ২৪৬ জন মানুষ প্রাণ হারান। সূত্র: আল জাজিরা
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে