
ইস্তাম্বুল: তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলে পুলিশের একটি বাস লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ভেজনেসিলার এলাকার ব্যস্ততম সড়ক দিয়ে পুলিশ বাসটি যাওয়ার সময় রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এখনো পর্যন্ত কোন সংগঠন এই বোমা হামলার দায় স্বীকার করেনি।
ইস্তাম্বুলের ঐতিহাসিক বেয়াজিত স্কয়ারে পর্যটন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নগরীর গভর্নর জানান, বোমা বিস্ফোরণে ১১ জন নিহত ছাড়াও ৩৬ জন আহত হয়েছেন। কোন কোন খবরে বলা হয়, বিস্ফোরণের পর গোলাগুলির শব্দ পাওয়া গেছে ।
কুর্দি বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়া এবং প্রতিবেশি সিরিয়ায় গৃহযুদ্ধের ফলে সম্প্রতি তুরস্কে সহিংস হামলার ঘটনা বেড়ে যাচ্ছে। জঙ্গি সংগঠন আইএস এবং কুর্দি মিলিশিয়া উভয় গ্রুপই এই হামলাগুলির দায় স্বীকার করছে।
অবশ্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান জানান, দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে না পেরে এখন বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে জঙ্গিরা। তুরস্ক মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের সদস্য। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসআই