
গাজিয়ানটেপ: তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানটেপে একটি বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৯৪ জন মানুষ।
ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন, সিরিয়া সীমান্ত থেকে ৪০ মাইল দূরে শহরটি অবস্থিত। তুর্কি সরকার বলছে, এটি একটি সন্ত্রাসী হামলা। এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণটি ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।
তুরস্কের উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমসেক একে একটি বর্বর হামলা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আল্লাহর ইচ্ছায় আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠবো’। হামলাটি শহরের এমন একটি স্থানে হয়েছে যেখানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ছাত্ররা বাস করে।
বিয়ে অনুষ্ঠানের লোকজন রাস্তায় বের হলে বিস্ফোরণটি ঘটানো হয়। কোন গ্রুপ হামলার দায় স্বীকার করেনি। তবে সরকার বলছে কথিত ইসলামিক স্টেট বা আইএস হামলাটি করে থাকতে পারে। গাজিয়ানটিপের সীমান্ত অঞ্চলগুলোতে আইএস’র উপস্থিতি রয়েছে।
তুরস্কে আইএস ও কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা হামলা করে যাচ্ছে। জুন মাসে একটি বিমানবন্দরে আইএস’র হামলায় ৪০ জন নিহত হন।
যদি গাজিয়ানটেপের হামলাটি আইএস’র হয় তাহলে এটা তারা করেছে প্রতিশোধ ও শক্তি প্রদর্শন হিসেবে। সিরিয়ায় নিজেদের অনেক অঞ্চল হারানোর পর তুরস্কে উপস্থিতি জানান দেয়ার চেষ্টা করছে গ্রুপটি।
তুরস্কে বিয়ের অনুষ্ঠানকে খুবই পবিত্র ও সুখের নিদর্শন হিসেবে গণ্য করা হয়। ফলে বিয়ে অনুষ্ঠানে রক্তাক্ত হামলার ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সূত্র: বিবিসি।
প্রতিবেদন ও সম্পাদনা: সাইফুল ইসলাম