
আঙ্কারা: তুরস্কের সেনাবাহিনীর একটি গ্রুপের অভ্যুত্থানের চেষ্টাকালে সংঘটিত সহিংসতায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে বলে জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু। এছাড়া এই সময়ে ১ হাজার ১৫৪ জন আহত হন।
তুর্কি কর্মকর্তারা জানান, অভ্যুত্থানে জড়িত থাকার অপরাধে দেশজুড়ে ৭৫৪ জন সশস্ত্র সেনা সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া ২৯ জন কর্নেল এবং ৫ জন জেনারেলকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে।
সেনাপ্রধান হুলুসি আকারকে রাজধানী আঙ্কারার বাইরে একটি বিমান ঘাঁটি থেকে অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।
তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম শনিবার আইন প্রণেতাদের এক জরুরি বৈঠকের জন্য ডেকেছেন।
গত শুক্রবার রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ক্ষমতা দখলের কথা ঘোষণা করে। এসময় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এর্দোয়ান দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলে অবকাশযাপন করছিলেন। অভ্যুত্থানের খবর পেয়ে শনিবার সকালের আগেই তিনি ইস্তানবুল চলে আসেন। তিনি অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান। প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। সূত্র: ইউএসএ টুডে, দ্য হিন্দু
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই