
আন্তর্জাতিক ডেস্ক: ইংরেজি নববর্ষ উদযাপনকালে তুরস্কের নাইটক্লাবে হামলার ঘটনায় নিহত ৩৯ জনের মধ্যে দুইজন ভারতীয় নাগরিক রয়েছেন। এদের মধ্যে একজন ‘রোওর: দ্য টাইগার্স অব সুন্দরবন’ চলচ্চিত্রটির প্রযোজক।
সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের এক টুইটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
জানা যায়, নিহত দুই ভারতীয়দের মধ্যে একজন ‘রোওর: দ্য টাইগার্স অব সুন্দরবন’ চলচ্চিত্রটির প্রযোজক এবং সাবেক সাংসদের ছেলে আবিস রিজভি এবং অপরজন গুজরাটের বাসিন্দা খুশি শাহ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বন্ধুদের সঙ্গে নববর্ষ উদযাপন করতে কয়েক দিন আগে ইস্তাম্বুলে যান আবিস রিজভি। সেখানকার রেইনা নাইটক্লাব ছিল তার প্রিয়।
এদিকে এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি স্থানীয় পুলিশ। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে হামলাকারীকে খুঁজতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে স্থানীয় সময় শনিবার রাত ১ টা ১৫ মিনিটে তুরস্কের জনপ্রিয় রেইনা নাইটক্লাবের বাইরে সশস্ত্র এক ব্যক্তি লম্বা নলের একটি বন্দুক দিয়ে হামলা করে। এতে একজন পুলিশ নিহত হন। এরপর হামলাকারী ক্লাবের ভিতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।
এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। কর্তৃপক্ষও সন্দেহভাজন কোনো ব্যক্তির নাম প্রকাশ করেনি।
সন্ত্রাসী এই হামলার পর তুরস্কের প্রধান প্রধান শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইস্তাম্বুলে ১৭ হাজার পুলিশ নিয়োজিত করা হয়েছে। এদের অনেকে স্যান্টা ক্লজ এবং বিক্রেতার ছদ্মবেশে বিচরণ করছেন বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
২০১৬ সালে তুরস্কের রাজধানী আংকারা এবং ইস্তাম্বুলে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটে। এগুলো সবই আইএস এবং কুর্দি মিলিশিয়া গোষ্ঠীর কাজ ছিল। এই হামলায় কেবলমাত্র ২০১৬ সালেই ১৮০ জনের বেশী মানুষ প্রাণ হারান।
গ্রন্থনা: রাকিব