
আংকারা: তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এক ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অপরাধে প্রায় ৮ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, মোট ৮ হাজার ৭৭৭ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে তাদের মধ্যে ৭ হাজার ৮৯৯ জন পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য।
গত শুক্রবার রাতে তুর্কি সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে। কিন্তু প্রেসিডেন্টের ডাকে সাড়া দিয়ে জনগণ রাস্তায় নেমে এই অভ্যুত্থান ব্যর্থ করে দেয়।
অভ্যুত্থান চলাকালীন সময়ে সহিংসতায় নিহত বেসামরিক নাগরিকদের জানাজায় অংশ নিয়ে গত রোববার প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ক্যান্সারের মতই ক্যু নামক ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এটি নির্মূল করার অঙ্গীকার করেন তিনি। সেইসঙ্গে তিনি জানান, তার সরকার মৃত্যুদণ্ড ফিরিয়ে আনার চিন্তাভাবনা করছে। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার উদ্দেশ্যে ২০০৪ সালে তুরস্ক মৃত্যুদণ্ড বাতিল করে।
সোমবার তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জানান, অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল সন্দেহে সাড়ে সাত হাজার জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, ৭ হাজার ৫৪৩ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে। এদের মধ্যে ১০০ জন পুলিশ, ৩ হাজার ৩৮ জন সৈন্য, ৭৫৫ জন বিচারক এবং কৌঁসুলি ও ৬৫০ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এই বন্দীদের মধ্য থেকে ৩১৬ জনকে রিমান্ডে নেয়া হয়েছে।
এদিকে স্থানীয় গণমাধ্যম জানায়, সোমবার পৃথকভাবে ৩০ জন গভর্নর এবং অর্ধ শতাধিক উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তাকে তাদের পদ থেকে অপসারণ করা হয়।
আল জাজিরার সংবাদদাতা জেইনা খুদর তুর্কি রাজধানী আংকারা থেকে জানান, ব্যর্থ অভ্যুত্থানের জবাবে সরকারি প্রতিক্রিয়া আরও ব্যাপক হচ্ছে। প্রথমদিকে সেনা কর্মকর্তাদের আটক করা হয়েছে। এরপর সাংবিধানিক আদালত, সুপ্রিম কোর্টের বিচারক এবং বিচার বিভাগের কর্মকর্তা। বর্তমানে পুলিশ কর্মকর্তাদের টার্গেট করা হচ্ছে।
তিনি বলেন, মনে হচ্ছে সরকার কোন ঝুঁকি নিতে চাইছে না। সূত্র: আল জাজিরা
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে