পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ঢাকা: রাজধানীর তুরাগ ও রামপুরায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এবং বুধবার মধ্যরাতে পৃথক দুই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার ভোরে তুরাগ থানার প্রত্যাশা ব্রিজের কাছে র্যাবের চেকপোস্টের সামনে দিয়ে মোটরসাইকেলে করে তিনজন যাচ্ছিলেন। র্যাব সদস্যরা তাদের থামতে বললে তারা মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে এবং র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে’।
এএসপি মিজান বলেন, ‘র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় নজরুল ইসলামের (৪০) শরীরে গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা পালিয়ে যান। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত নজরুল নারী পাচারকারী, অজ্ঞানপার্টির নেতা ছিলেন।’
এদিকে বুধবার মধ্যরাতে রামপুরা এলাকায় র্যাবের টহল টিমের সঙ্গে ছিনতাইকারীদের একটা গ্রুপের গুলি বিনিময়ে কামাল পারভেজ (৪২) নামে ছিনতাইকারী দলের এক সদস্য নিহত হয়েছেন বলেও জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক। মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি রিভলভার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) দেলওয়ার হোসেন নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘র্যাব-৩ এর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে কামাল পারভেজ গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/আইকে/এসজি