
ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্দি নিয়ন্ত্রিত আফরিন অঞ্চল দখল করেছে তুর্কি বাহিনী এবং তাদের সহযোগী বিদ্রোহী গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মি(এফএসএ)।
রোববার তুরস্কের সেনাবাহিনী এক টুইটারের মাধ্যমে জানায়, তুর্কি বাহিনী উক্ত অঞ্চলে ল্যান্ডমাইন এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্যের সন্ধান করছে।
এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান তুরস্কের পশ্চিমাঞ্চলে এক ভাষণে জানান, সন্ত্রাসীদের অনেকেই ইতিমধ্যেই লেজ তুলে আফরিন ছেড়ে পালিয়ে গেছে।
তিনি ঘোষণা করেন, তুর্কি বাহিনীর সহায়তায় গঠিত বাহিনী স্থানীয় সময় সকাল ৮ টা ৩০ মিনিটে শহরের কেন্দ্রস্থলের সম্পূর্ণ নিয়ন্ত্রন নেয়।তিনি উল্লেখ করেন, ৩ হাজার ৬০৩ জন সন্ত্রাসীকে প্রতিরোধ করা হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট জানান, তুরস্ক এবং এফএসএ’র পতাকা শহরে উত্তোলন করা হয়েছে।
উল্লেখ্য, ২০ জানুয়ারি তুরস্কের সীমান্তবর্তী আফরিনকে কুর্দি বিদ্রোহীমুক্ত করার লক্ষ্যে তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে অভিযান শুরু করে। আফরিন অঞ্চলটি পিপলস প্রটেকশন ইউনিট(ওয়াইপিজি) নামের সিরিয় কুর্দি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে ছিল। তুরস্ক ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন এবং তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দি সংগঠন পিকেকের সঙ্গে সম্পৃক্ত বলে মনে করে থাকে। যদিও পিকেকের সঙ্গে সংশ্লিষ্টতার খবর বরাবরই অস্বীকার করে এসেছে ওয়াইপিজি। সূত্র: আল জাজিরা
গ্রন্থনা: ফারহানা করিম