Tuesday, July 26th, 2016
তুলার প্রেমযোগ শুভ, কন্যার সমস্যা
July 26th, 2016 at 10:31 am
তুলার প্রেমযোগ শুভ, কন্যার সমস্যা

জ্যোতিষী রুবাই

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

আর্হিক পরিকল্পনা অনেক দিনের জন্য না করে অল্প কিছুদিনের জন্য ভাগেভাগে করুন। প্রেমের সম্পর্কে মতের অমিল হতে পারে। কর্মক্ষেত্রে আপন‍ার সমস্যাগুলি ধীরে ধীরে সমাধান হবে। যাত্রাযোগ মঙ্গলময়। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৪

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

কোনো প্রস্তাব যদি মনে হয় ফিরিয়ে দেওয়া উচিত তবে সেটিকে সরাসরি ফিরিয়ে দিন। সময় নষ্ট করলে সমস্যা বাড়তে পারে। প্রেমযোগ মিশ্র। আর্হিক ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। শুভ দিক উত্তর। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৫

মিথুন: (২২মে – ২১ জুন)

আপনার কোনো দুর্বল জায়গায় আপনার কোনো পরিচিত কেউ আঘাত করতে পারে। কর্মক্ষেত্রে সমস্যার যোগ আছে। প্রেমযোগ শুভ। পারিবারিক ক্ষেত্রে আনন্দের খবর আসবে। যাত্রাযোগ শুভ। শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

একাধিক প্রিয় মানুষের মধ্যে কোনো একজনকে বেছে নেওয়ার মতো পরিস্থিতি আসতে পারে। এ ধরনের পরিস্তিতিতে আবেগের বদলে যুক্তির ব্যবহার করুন। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম। শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৩

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

আপনার সঙ্গী আপনার কোনো একটি সমস্যা বুঝতে না পারতে পারেন। উত্তেজিত না হয়ে সমস্যা সমাধানের জন্য ভিন্নপথ নিন। কর্মক্ষেত্রে নতুন ও ভালো কোনো খবর আসতে পারে। যাত্রাযোগ শুভ। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

কাজে মন বসতে সমস্যা হবে। একঘেঁয়ে পরিবেশ থেকে বেরোনো দরকার। প্রেমে সমস্যা সৃষ্টি হতে পারে। আর্থিকযোগ শুভ। শুভ দিক দক্ষিণ। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১২

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

আপনার পুরনো কোনো ঘটনা মনে করিয়ে দিতে পারে কোনো বন্ধু। এর ফলে বেশ কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন আপনি। প্রেমযোগ শুভ। পরিবারে সামান্য সমস্যার সম্ভাবনা আছে। যাত্রাযোগ শুভ। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৫

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

আপনার ভাগ্য জুড়ে যাবে আপনার সঙ্গীর ভাগ্যের সঙ্গে। শুভ ফল লাভের যোগ। প্রেমযোগ শুভ। দাম্পত্য যোগে সমস্যা থাকলে কমবে। যাত্রাযোগে বাধা। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

এমন কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যা হয়তো আপনার মন মানতে পারবে না। প্রেম নিয়ে মনে একাধিক প্রশ্নের জন্ম হতে পারে। শিক্ষায় সমস্যার যোগ আছে। আর্থিকযোগ শুভ। শুভ দিক পশ্চিম। শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

প্রেমের ক্ষেত্রে বাধা কাটিয়ে সফলতার যোগ আছে। কিন্তু কোনো বন্ধুর ব্যবহার আপনাকে অবাক করবে। আর্হিক বিষয় নিয়ে সমস্যার যোগ আছে। যাত্রাযোগে বাধা ও পথে বিপত্তির যোগ আছে। শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

কোনো কাছের মানুষের ওপর থেকে বিশ্বাস উঠে যেতে পারে। যার কাছে বিশ্বাস করে কোনো দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত ছিলেন সে আপনাকে সমস্যায় ফেলতে পারে। প্রেমযোগে সমস্যার হতে পারে। শুভ দিক উত্তর। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

হাসতে হাসেতে আপনার ক্ষতি করতে পারে আপনার কোনো ঘনিষ্ঠ মানুষ। প্রেম নিয়ে নানা রকম বাধা আসবে। মানসিক জোর বজায় রাখতে হবে। শুভ ফল আশা করতে পারেন। শুভ দিক পশ্চিম। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১২

নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ


সর্বশেষ

আরও খবর

পাশ্চাত্য মতে আজ আপনি কন্যা রাশির জাতক জাতিকা

পাশ্চাত্য মতে আজ আপনি কন্যা রাশির জাতক জাতিকা


প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ

প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ


স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের

স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের


যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের

যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের


কর্কটের অর্থপ্রাপ্তি, মীনের কর্মস্থলে বসের সুনজর

কর্কটের অর্থপ্রাপ্তি, মীনের কর্মস্থলে বসের সুনজর


ব্যবসায়ে ক্ষতি পুষিয়ে নেবে তুলা, স্বাস্থ্য ভালো যাবে কুম্ভের

ব্যবসায়ে ক্ষতি পুষিয়ে নেবে তুলা, স্বাস্থ্য ভালো যাবে কুম্ভের


যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের

যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের


প্রেমে সাফল্যে পাবে সিংহ, কেনাকাটা শুভ বৃশ্চিকের

প্রেমে সাফল্যে পাবে সিংহ, কেনাকাটা শুভ বৃশ্চিকের


প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, তীর্থ ভ্রমণ শুভ মীনের

প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, তীর্থ ভ্রমণ শুভ মীনের


স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের

স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের