
লন্ডন: ব্রিটিশ রাজপুত্র উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন সোমবার সকালে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। কেনসিংটন প্যালেস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ব্রিটিশ সিংহাসনের পঞ্চম এই উত্তরাধিকারীর জন্ম হয়।
পশ্চিম লন্ডনের সেন্ট মেরিস হাসপাতালে তৃতীয় সন্তানের জন্মের সময় প্রিন্স উইলিয়ামও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এর আগে উইলিয়াম এবং কেট দম্পতির আরো দুটি সন্তান প্রিন্স জর্জ এবং প্রিন্সেস শার্লটের জন্মও একই হাসপাতালেই হয়েছিল।
কেনসিংটন প্যালেসের বিবৃতিতে বলা হয়, রাণী এলিজাবেথ, তার স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ, নবজাতকের দাদা প্রিন্স অব ওয়েলস চার্লস, তার স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা, চাচা প্রিন্স হ্যারি এবং রাজপরিবারের অন্যান্য সদস্যরা নতুন সদস্যের আগমনের খবরে অত্যন্ত আনন্দিত। মা এবং সন্তান উভয়েই ভালো আছে বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সদ্য জন্ম নেয়া নতুন এই রাজকুমারের আরো দুটি ভাইবোন রয়েছে।এরা হল ৪ বছর বয়সি প্রিন্স জর্জ এবং দুই বছরের প্রিন্সেস শার্লট।
সূত্র: এনডিটিভি
গ্রন্থনা: ফারহানা করিম