
ঢাকা: রাজধানীর তেজগাঁও রেলওয়ে পল্লী বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজা, ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এপিবিএন-৫ এর অপারেশনাল টিম, ঢাকা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে এখানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে, গোপন সংবাদের মাধ্যমে এ তথ্য জানার পর বৃহস্পতিবার ওই অভিযান পরিচালনা করা হয়।’
সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম আরো জানান, তেজগাঁও রেলওয়ে পল্লী বস্তিতে চালানো ওই অভিযানে মাদক ব্যবসায়ী ইউসুফ মিয়া (২১), সাদ্দাম (২২), বিউটি আক্তার (৩০), নাজমা বেগম (২৮), কুদ্দুস কবিরাজকে (৫০) ১ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/এসজি