
ওয়াশিংটন: মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ইনকর্পোরেটেডের প্রতি দুই বছর অন্তর আইফোনের ডিজাইন পরিবর্তনের যে ঐতিহ্য রয়েছে এবার তার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। চলতি বছর নতুন যে আইফোন বাজারে আসবে তার সঙ্গে বর্তমানে প্রচলিত আইফোনের সাদৃশ্য রয়েছে বলে জানিয়েছে মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল।
আইফোনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, আইফোন ৭ নিয়ে অনেকে যেরকম প্রত্যাশা করছেন তার কিছুই হবে না বরং এটি অনেকটা আইফোন ৬ এস এর অনুরূপ হতে পারে।
আইফোন ৭-এর দুটো সংস্করণ আসবে। একটির পর্দা হবে ৪.৭ ইঞ্চি। আর আইফোন ৭ প্লাস আসবে ৫.৫ ইঞ্চি পর্দা নিয়ে।
আইফোন ৭-এ হেডফোনের প্লাগ অপসারণ করা হবে। এটাই সবচেয়ে বড় পরিবর্তন বলে ধারণা করা হচ্ছে। ফলে ফোনটি বেশ পাতলা হয়ে যাবে। এছাড়া এর পানি প্রতিরোধী ক্ষমতারও উন্নতি ঘটবে।
এর লাইটনিং কানেক্টর, চার্জার পয়েন্ট এবং হেডফোন সংযোগকারী হিসেবে কাজ করবে বলে জানা গেছে।
নতুন মডেলে ডুয়াল লেন্স ক্যামেরা থাকবে। তবে আইফোন ৭ প্লাসের ক্যামেরাতে আরো বেশি কিছু থাকবে।
নতুন আইফোনের দেহ মেটাল হবে না। এর আগে আইফোন প্লাস্টিক, কাচ এবং ধাতুর দেহ পেয়েছে। তবে এবার আইফোন ৭ এক রহস্যময় উপাদানে মোড়ানো বলে জানায় ডিজিটাইমস।
কেজিআই সিকিউরিটিজ এর অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো জানান, তিনি আশা করছেন, হেডফোন প্লাগ ছাড়া নতুন আইফোন বর্তমানে প্রচলিত আইফোনের চেয়ে ১ মিলিমিটার পাতলা হবে।
চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন ৭ বাজারে ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে। এবারের আইফোনে ব্যাপক পরিবর্তন না হলেও ২০১৭ সালে মূল আইফোনের দশম বার্ষিকী উপলক্ষে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করেছে অ্যাপল। সূত্র: বিজনেস ইনসাইডার
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই