
ঢাকা: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী তেরেসা মেকে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তার মাধ্যমে তেরেসাকে অভিনন্দন জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় দুই দেশের সম্পর্ক উন্নয়নে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।
এর আগে বুধবার রাতে শপথ গ্রহণের পর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী তেরেসা মেকে অভিনন্দন জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ডেভিড ক্যামেরনের পদত্যাগের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তেরেসা মে। রানী দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বাকিংহাম প্যালেসে যান এবং রানী তাকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেন।
তেরেসা মে ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে দেশটির একমাত্র নারী প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার। তিনি ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ব্রিটেনের মসনদে ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই