তোফায়েল আহমেদ স্কয়ার হাসপাতালে ভর্তি

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে শারীরিক অসুস্থতাজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বক্সি।
লতিফ জানান, ‘কয়েকদিন থেকেই স্যার শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার আওয়ামী লীগের কাউন্সিলে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। সোমবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুল হাসান জানান, তবে বাণিজ্যমন্ত্রীর তেমন কোনো গুরুতর রোগ নেই। ঋতু পরিবর্তনজনিত কারণে অসুস্থতায় ভুগছেন তিনি।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি