তৌকির আহমেদের নতুন সিনেমা ‘হালদা’

ডেস্ক: জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম নিয়ে নিজের আগামী চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ। চলচ্চিত্রের নাম ‘হালদা’। তারকাবহুল এ চলচ্চিত্রে আরো দেখা যাবে ফজলুর রহমান বাবু ও রুনা খানকে।
হালদা নদীতে মাছ যে ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। মূলত এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী তীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা নিয়েই গড়ে উঠেছে ‘হালদা’ ছবির কাহিনি।
সাত আগস্ট হালদা নদী ও এর আশপাশের এলাকায় এই ছবির চিত্রধারণের কাজ শুরু হবে বলে জানা গেছে। এদিকে তৌকির পরিচালিত ছবি ‘অজ্ঞাতনামা’ এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসজি