ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ত্রিশাল: উপজেলার বাগান রাগামারা এলাকায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লালমিয়া (৪০) ও নূরুল ইসলাম (৩০)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
ওসি জানান, সকালের ৭টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহমুখী একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যান ও সিএনজিকে ধাক্কা দেয়। এসময় একজন ও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে অপরজন মারা যান।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/ওয়াইএ