
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলের সড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে মিয়ানমারের ২০ অভিবাসীর। শুক্রবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।
থাইল্যান্ডের টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত বাসটির ভেতরে অনেক যাত্রী আটকা পড়ে আছেন। উত্তর-পশ্চিমাঞ্চলের তাক প্রদেশের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন কেন্দ্রের কর্মকর্তা পোলাওয়াত সাপসংসুক বার্তাসংস্থা এএফপিকে বলেন, এখন পর্যন্ত প্রাণ গেছে ২০ জনের। পুলিশ জানায়, বাসে মোট ৪৭ জন শ্রমিক ছিলেন। যারা বৈধভাবে থাইল্যান্ডে আসছিলেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, বাকিরা অক্ষত আছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী লিবিয়ার পর থাইল্যান্ডের সড়কগুলোতে দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানীর ঘটনা ঘটে। থাইল্যান্ডে প্রায় ৩০ লাখ অভিবাসী শ্রমিক রয়েছে। যাদের বেশিরভাগই মিয়ানমারের নাগরিক। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় গত বছর থেকে দেশটির শ্রমিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া কঠোর করেছে থাইল্যান্ড।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান