
ব্যাংকক: থাইল্যান্ডের জনপ্রিয় সমুদ্র সৈকত ও পর্যটন অঞ্চল সমূহে সংঘবদ্ধ বোমা হামলায় চারজন নিহত ও ১২ জন আহত হয়েছে। ব্যাংকক পুলিশের বরাতে জানা যায়, আহতদের মধ্যে ১০ জন পর্যটকও রয়েছেন।
হামলার পেছনে মূল হোতাদের কোন খোঁজ না পাওয়া গেলেও পুলিশ ধারণা করছে আন্তর্জাতিক সন্ত্রাসের সাথে এর সম্পৃক্ততা রয়েছে। হামলার প্রকার, সময় ও নির্বাচিত স্থান সমূহের তুলনামূলক বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, থাইল্যান্ডের বর্তমান শাসক গোষ্ঠী বিরোধী একটি শ্রেণী পূর্বপরিকল্পিত ভাবে এই নাশকতার সৃষ্টি করেছে।
ব্যাংককের দক্ষিণাংশ জুড়ে বোমাগুলো বিস্ফোরিত হয়। এর মধ্যে জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাতং সী বিচ, ফুকেট শহর, হুয়া হিন রিসোর্টও রয়েছে। ব্যাংকক পুলিশ সন্দেহ করছে, এই বোমা হামলা থাইল্যান্ডের পর্যটন শিল্পে ধস নামানোর পরিকল্পনার অংশ মাত্র।
বিশ্বের বিভিন্ন দেশের সরকার কর্তৃক নিজ নিজ দেশের নাগরিকদের উক্ত অঞ্চলসমূহ এড়িয়ে চলার নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে জার্মান সরকার হামলায় তিন জন জার্মান নাগরিকের আহত হওয়ার খবর নিশ্চিৎ করেছে।
বোমা হামলাগুলোর মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক ঘটনাটি ঘটে গত রাতে হুয়া হিনের ব্যস্ত সড়কে। বোমাগুলো গাছের টবে মাটির নিচে লুকানো ছিলো। ঘটনাস্থল থেকে একটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে যা যে কোন একটি বোমা সক্রিয় করতে ব্যবহার করা হয়েছিল বলে জানায় ব্যাংকক পুলিশ। বার এবং রেস্টুরেন্টে ঠাঁসা ওই সড়কে বোমা হামলায় এক থাই নারী নিহত হওয়ার খবর পাওয়া যায়। তাছাড়া, ওই হামলায় মোট ২০ জন গুরুতর আহত হয়।
ধারণা করা হচ্ছে, থাইল্যান্ডের সংবিধানে আনা সাম্প্রতিক পরিবর্তন, আসন্ন নির্বাচন এবং বিদ্যমান মিলিটারি শাসনের সাথে এই হামলার সম্পৃক্ততা রয়েছে। সূত্র: ফক্স নিউজ
নিউজনেক্সটবিডি ডটকম/এসকেএস/এসজি