
ব্যাংকক: থাইল্যান্ডে রোববার অনুষ্ঠিত গণভোটে সেনা নিযুক্ত কমিটি দ্বারা লিখিত সংবিধানের একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন থাই ভোটাররা।
থাই নির্বাচন কমিশন জানায়, এ পর্যন্ত শতকরা ৯১ ভাগ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে শতকরা ৬১ ভাগ ভোটার সেনা প্রণীত সংবিধানের পক্ষে অনুমোদন দিয়েছে।
সরকারী এবং বিরোধী দলের মধ্যে মাসব্যাপী রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার প্রেক্ষিতে ২০১৪ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে থাইল্যান্ডে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। পরবর্তীকালে তারা পুরনো সংবিধান বর্জন করে।
নতুন সংবিধানের পক্ষে যারা আছেন তাদের দাবি, এটি স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। কিন্তু সমালোচকদের বক্তব্য, এর ফলে সামরিক নিয়ন্ত্রণ সুরক্ষিত হবে।
এদিকে রোববারের ভোটে ভোটারদের আরো একটি ব্যালট পেপারে ভোট দিতে হয়েছে। এতে প্রস্তাব করা হয়েছে, নিযুক্ত সিনেটের দেশটির প্রধানমন্ত্রী নির্বাচনে ভূমিকা রাখা উচিত। নির্বাচন কমিশন জানায়, শতকরা ৫৮ ভাগ ভোটার এই প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন। আর কয়েক ঘন্টার মধ্যেই, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা দেয়া হবে। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই