
ঢাকা: আগামী দেড় বছর, অর্থাৎ ২০১৮ সালের মধ্যে জরাজীর্ণ ও গাছের নীচে পাঠদানের মতো কোনো প্রাথমিক বিদ্যালয় থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান (ফিজার)।
জাতীয় সংসদকে তিনি বলেছেন, ‘এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।’ একইসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রাথমিক স্কুলগুলোর চ্যালেঞ্জ হল মানসম্পন্ন শিক্ষা। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষকদের ট্রেনিং দেয়া হচ্ছে।’
রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। আসন্ন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের শিক্ষা খাতের বরাদ্দ নিয়ে তিনি বলেন, ‘অনেকে বলেন বাজেটে বরাদ্দ কম হয়েছে। কিন্তু আসলে তা নয়। আমাদের প্রাথমিকে গত অর্থবছরে বরাদ্দ ছিল সাড়ে ১৩ হাজার কোটি টাকা। এবার বরাদ্দ প্রায় সাড়ে ২২ হাজার কোটি।
শিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় মিলে গত বছরে বরাদ্দ ছিলো ৩২ হাজার কোটি টাকা। এবার তা বাড়িয়ে প্রায় ৫৮ হাজার কোটি টাকা করা হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘এই দু’বছরে নতুন করে ২২ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছি। আরো প্রায় ২৬ হাজার শিক্ষক নিয়োগ পাবেন, যেটা বন্ধ ছিলো। আদালতের নির্দেশনা অনুসারে এক মাসের মধ্যেই তাদের নিয়োগ সম্পন্ন করে ফেলবো।’
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/এসআই