
ঢাকা: ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকলো ২০১৬’র জুলাই মাস। এ মাসের শুরুই হয়েছিলো বিশ্ব গণমাধ্যমের নজর দিয়ে। কী ছিলো না এই মাসে? ‘জঙ্গি জঙ্গি’ শব্দে ভোঁ ভোঁ করছিলো চারপাশ। যদিও এর রেশ কাটেনি এখনো। গুলশান হামলা, শোলাকিয়া হামলা, কল্যাণপুরে জঙ্গি নিধন অভিযান সব মিলিয়ে এ যেন এক নতুন ইতিহাস।
গোটা জুলাই মাসে নিউজনেক্সটবিডি ডটকম’এ প্রকাশিত প্রতিবেদন ও তথ্যের ভিত্তিতে ময়ূখ ইসলাম’র ডেস্ক রিপোর্ট।
জুলাই ১
রাজধানীর গুলশান দুই নম্বরের ৭৯ নম্বর রোডের স্প্যানিশ রেস্তোরা হলি আর্টিজান বেকারিতে অতর্কিত হামলা চালিয়ে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করা হয়।
জুলাই ২
অর্থাৎ ১ জুলাই দিবাগত রাতে ওই রেস্তোরাঁয় যৌথ বাহীনির অভিযান ‘অপারেশন থান্ডারবোল্ড’ শেষে ৬ সন্ত্রাসী নিহত হন। এর আগেই তারা হত্যা করেন জিম্মী থাকা ২০ জনকে। পরে শনিবার সকালে ওই ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে নয়জন ইতালিয়, সাতজন জাপানী, তিনজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক।
জুলাই ৪
এ ঘটনার পর ভারতের সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি কলকাতায়ও নজরদারি বাড়ানো হয়। এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এছাড়া বাংলাদেশের সঙ্গে থাকা চার হাজার ৯৬ কিলোমিটার এলাকা জুড়ে তারা রেড এলার্ট জারি করে।
জুলাই ৬
অর্থাৎ ঈদ উল ফিতরের আগের দিন গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার বিষয়টি বিবেচনায় রেখে এবার ঈদ উল ফিতরের জামাতে সর্ব্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী।
জুলাই ৭
তবে ঈদের দিন এমন নিরাপত্তার পরও শোলাকিয়ায় ঘটে হামলা। আজিমুদ্দীন হাইস্কুলের সামনে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশ সদস্য, এক নারী পথচারী ও এক হামলাকারী নিহত হন। এ সময় আরো ১০ পুলিশসহ আহত হন কমপক্ষে ১২ জন। এ ঘটনায় তিন জনকে আটকও করে পুলিশ।
এমন ঘটনায় শিক্ষার্থীদের জড়িত থাকার তথ্য পেয়ে সরকারের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকেও নানা ব্যবস্থা নেয়া হয়। ৯ জুলাই বহুল আলোচিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর ৩৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে বলে যায়।
১৪ জুলাই সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে দেশের সব মসজিদের জন্য জুমার খুতবা ঠিক করে দেয় ইসলামী ফাউন্ডেশন। ১৫ জুলাই শুক্রবারে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জুমার খুতবাটি দেশের সকল মসজিদে অনুকরণ ও অনুসরণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়।
জুলাই ২১
হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় জড়িত সন্দেহে রুমা আক্তার নামে একজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। নরসিংদী থেকে তাকে আটক করা হয়।
জুলাই ২৬
ভোরে কল্যাণপুরে পাঁচ নম্বর রোডের ‘জাহাজ বাড়ি’ খ্যাত ৫ তলা ভবনে একটি ‘জঙ্গি’ আস্তানায় পুলিশের অভিযানে নয় জঙ্গি নিহত হন। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামের ওই অভিযান প্রায় এক ঘণ্টাব্যাপি চলে।
জুলাই ২৭
রাজধানীর মোহাম্মদপুরে জঙ্গিদের খোঁজে বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টার দিকে এ অভিযান শুরু হয়। এ অভিযানে কোনো জঙ্গি পাওয়া যায়নি। কোনো হতাহতের খবরও মেলেনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/এসজি