
ঢাকা: খুব শিগগিরই বাজারে আসছে বিশ্বের প্রথম থার্মাল ক্যামেরার স্মার্টফোন ক্যাট এস৬০। প্রাথমিকভাবে এই ফোনটি ইউরোপের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যাট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট সূত্রে জানা যায়, ক্যাট এস৬০ মোবাইলের থার্মাল ক্যামেরা তৈরি করেছে FLIR. যার বিশেষত্ব হলো, প্রায় ৩০ মিটার বা ১০০ ফুট দূর থেকে তাপমাত্রার তারতম্য বলতে পারবে। এ ছাড়াও ফোনটি ৫ ফুট উচ্চতা থেকে যদি পড়ে যায় বা ৫ মিটার পানির নিচে গেলেও এর কোনো ক্ষতি হবে না।
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড মার্শমেলো ৬.০ চালিত স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসর, ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হয়েছে। সেইসাথে আছে ৪.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে, গোরিলা গ্লাস ৪। একইসঙ্গে ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ফোরজি এলটিই সাপোর্ট সংবলিত ফোনটিতে তিন হাজার ৮০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৪৮ হাজার টাকা।
প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানায়, দমকলকর্মী, ইঞ্জিনিয়ার, এমার্জেন্সি রেসপন্স টিম প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কথা মাথায় রেখেই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। বাজারে এর চাহিদা ওপর নির্ভর করেই অন্যান্য দেশে এই ফোন ছাড়া হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই