দক্ষিণখানে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

ঢাকা: উত্তরার দক্ষিণখান এলাকা থেকে আব্দুল বারেক (৪০) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে দক্ষিণ খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য জানান।
তিনি বলেন, সন্ধ্যা পৌনে ছয়টায় খবর পেয়ে নিহতের নিজ বাড়ি (দক্ষিণখান এলাকার মধুবাগ ১৩৬/এ) থেকে লাশটি উদ্ধার করি।
ওসি লুৎফর আরো জানান, হত্যাকাণ্ডের কারণ না জানা গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/ওয়াইএ