
ঢাকা: দক্ষিণ এশিয়ার স্যাটেলাইটে যুক্ত হলো বাংলাদেশ। এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ও ভারত একটি চুক্তিতে সই করেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এবং ভারত সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
আজ বেলা তিনটায় বিটিআরসি কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ভারতের উদ্যোগে উৎক্ষেপণ হতে যাওয়া সাউথ এশিয়া স্যাটেলাইটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে।
ভারতীয় হাইকমিশন জানান, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (আইএসআরও) মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলে সেবাদানের জন্য আইএসআরও-এর জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (জিএসএলভি এমকে-২) ব্যবহার করে ১২-কু ব্যান্ড ট্রান্সপন্ডার্সের (প্রতিটি ৩৬ মেগাহার্জ) সঙ্গে দুই টন শ্রেণির যোগাযোগ স্যাটেলাইট চালু করবে।
স্যাটেলাইট সিস্টেমের আওতায় প্রস্তাবিত আবেদনের মধ্যে রয়েছে টেলিকমিউনিকেশন, টেলি-মেডিসিন ও ইন্টার-গভর্নমেন্ট নেটওয়ার্কস, দুর্যোগ অবস্থায় জরুরি যোগাযোগ, টেলিভিশন ব্রডকাস্ট এবং ডিটিএইচ টেলিভিশন সার্ভিস।
প্রত্যেক অংশগ্রহণকারী দেশ তাদের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য ৩৬ থেকে ৫৪ মেগাহার্জ ক্ষমতাসম্পন্ন একটি সার্বক্ষণিক সেবা দানকারী ট্রান্সপোন্ডারের সুবিধা পাবে। প্রত্যেক দেশই বিষয়বস্তু সংযোজন ও এর ব্যবহারের জন্য দায়ী থাকবে।
ভারতের উদ্যোগে সার্কসহ আশপাশের কয়েকটি দেশ মিলে দক্ষিণ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করবে।
ভারতের উদ্যোগে এই প্রকল্পে অংশগ্রহণের জন্য নেপাল, ভুটান, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশ ইতোমধ্যে সম্মতি দিয়েছে।
গত সোমবার বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য বাধা হবে না, এমন শর্তে ভারতের ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ উৎক্ষেপণে বাংলাদেশের অংশগ্রহণে সম্মতি জানায় মন্ত্রিসভা।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ