Friday, April 6th, 2018
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ২৪ বছরের জেল  
April 6th, 2018 at 9:39 pm
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ২৪ বছরের জেল  

সিউল: ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মামলায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। শুক্রবার এই রায় ঘোষণা করা হয়।

পার্ক গিউন হাই তার বিরুদ্ধে আনীত ১৮টি অভিযোগের মধ্যে ১৬টিতেই দোষী সাব্যস্ত হয়েছেন। এর বেশিরভাগই ঘুষ নেয়ার সঙ্গে সংশ্লিষ্ট। আদালত জানায়, সাবেক প্রেসিডেন্ট তার ঘনিষ্ঠ বান্ধবী চই সুন সিলের সঙ্গে অশুভ আঁতাতের মাধ্যমে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যেমন ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাং, খুচরা চেইন ব্যবসা লোটের মত প্রতিষ্ঠানকে মিলিয়ন মিলিয়ন ডলার দেয়ার জন্য চাপ দিতেন। এসব অর্থ চই সুন সিল পরিচালিত ফাউন্ডেশনের মাধ্যমে গ্রহণ করা হত।

দক্ষিণ কোরিয়ার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই প্রেসিডেন্ট দুর্নীতির জন্য গত বছর সাংবিধানিক আদালতের আদেশের কারণে পদত্যাগে বাধ্য হন। তিনি দেশটির সাবেক সামরিক শাসকের কন্যা এবং প্রথম নারী প্রেসিডেন্ট ছিলেন।

ক্ষমতার অপব্যবহার, ঘুষ নেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে কারাদণ্ড দেয়া ছাড়াও ১৬.৯ মিলিয়ন ডলার জরিমানা দেয়ারও আদেশ দেয় আদালত। শুক্রবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না সাবেক এই প্রেসিডেন্ট।

বিচারক কিম সে ইয়ুন বলেন, ‘আসামি জনগণের ন্যস্ত ক্ষমতার অপব্যবহার করেছেন। ফলে রাষ্ট্রীয় ব্যাপারে ব্যাপক বিশৃংখলার সৃষ্টি হয়েছে যার প্রতিশ্রুতিতে প্রেসিডেন্টকে অভিশংসনের মুখে পড়তে হয়েছে। এটি নজিরবিহীন একটি ঘটনা।’

৬৬ বছর বয়সি পার্ক গিউন গত বছরের ৩১ মার্চ থেকে কারাগারে আছেন। যদিও তিনি বরাবরই তার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের কার্যালয় থেকে এই রায়ের প্রতিক্রিয়ায় বলা হয়, পার্কের পরিণতি কেবল তার জন্যই নয় বরং সমগ্র জাতির জন্যই বেদনাদায়ক।  সূত্র: এনডিটিভি, বিবিসি

গ্রন্থনা: ফারহানা করিম

 

 


সর্বশেষ

আরও খবর

সাম্প্রদায়িক সন্ত্রাস: প্রধান বিচারপতির উদ্বেগ, আশ্বাস আইনমন্ত্রীর

সাম্প্রদায়িক সন্ত্রাস: প্রধান বিচারপতির উদ্বেগ, আশ্বাস আইনমন্ত্রীর


বিএফইউজের নতুন সভাপতি ফারুক, মহাসচিব দীপ

বিএফইউজের নতুন সভাপতি ফারুক, মহাসচিব দীপ


কালীপূজায় হবে না দীপাবলি!

কালীপূজায় হবে না দীপাবলি!


রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই মুহিবুল্লাহকে হত্যা: পুলিশ

রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই মুহিবুল্লাহকে হত্যা: পুলিশ


সহিংসতায় নিহত ৬ রোহিঙ্গা, ইউএন বলছে ৭

সহিংসতায় নিহত ৬ রোহিঙ্গা, ইউএন বলছে ৭


ইকবালকে জেরা করছে পুলিশ, সারাদেশে গ্রেফতার ৫৮৪

ইকবালকে জেরা করছে পুলিশ, সারাদেশে গ্রেফতার ৫৮৪


সাম্প্রদায়িক সন্ত্রাস, সংবিধান এবং আশাজাগানিয়া মুরাদ হাসান

সাম্প্রদায়িক সন্ত্রাস, সংবিধান এবং আশাজাগানিয়া মুরাদ হাসান


কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তি শনাক্ত

কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তি শনাক্ত


কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে, দ্রুতই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে, দ্রুতই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী


হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ