
ঢাকা: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীতে তৃতীয় দিনের মতো গরীব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন।
বিএনপির প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি রাজধানীতে তিন দিনের খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে। বুধবার ছিল এই কর্মসূচির তৃতীয় ও শেষ দিন।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া আজ রাজধানীর মহাখালী থেকে খাবার বিতরণ কর্মসূচি শুরু করেন। এরপর তিনি এফডিসি গেইট, সাতরাস্তা, নাবিস্কো, রামপুরা, মধ্যবাড্ডার মোল্লাপাড়া, নতুন বাজার, মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনার, শাহ আলী মাজার, ন্যাশনাল বাংলা স্কুল (মিরপুর-২), অনিক প্লাজা , শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, খিলক্ষেত নিকুঞ্জ, আমির কমপ্লেক্স, দক্ষিণখানসহ প্রায় ১৫টি স্থানে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
খাবার বিতরণের সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, আবদুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার, তাবিথ আউয়াল, সাহাবুদ্দিনসহ বিএনপি ও অঙ্গ দলের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, ৩০ মে ছিল জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের ৩০ মে চট্রগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা সদস্যের হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্মমভাবে নিহত হন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই