
জিহাদ হোসাইন, ঢাকা: ঈদ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরি নতুন আকর্ষণ নিয়ে এসেছে ফ্যাশন হাউস দর্জি বাড়ি। তারা সব বয়সের ক্রেতাদের জন্য নিয়ে এসেছে নান্দনিক ডিজাইনের পোশাকের সমাহার।
দর্জি বাড়ির বসুন্ধরা সিটি শপিং মল ও যমুনা ফিউচার পার্কের আউটলেট ঘুরে এমনটাই জানতে পেরেছে নিউজনেক্সট ডটকম। নতুন সব ঈদ পণ্যের দেখা মিলেছে দোকানগুলোতে।
দর্জি বাড়ির মার্কেটিং ম্যানেজার মোঃ হাবিব নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘এবার আমাদের ঈদ আকর্ষন হিসেবে রয়েছে সেমি স্লেক ও স্লিম ফিট পাঞ্জাবি। এছাড়া ক্যাজুয়াল ও ফরমাল পাঞ্জাবি। এর মধ্যে বিশেষ আকর্ষন সেমি স্লেক।’
‘স্লেক’ বলতে কি বোঝানো হচ্ছে জানতে চাইলে দর্জি বাড়ির এরিয়া সুপার ভাইজার ম্যানেজার দেলোয়ার নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘এটা মূলত না ঢোলা না ফিটিং, এমন।’
দর্জিবাড়িতে ক্রেতারা ১৬৯০ থেকে ২৫৯০ টাকার মধ্যে পাঞ্জাবি কিনতে পারবেন। পাঞ্জাবি ছাড়াও এখানে টি-শার্ট, ডি-পলো-শার্ট, কুর্তা, ব্লেজার, ফতুয়া, প্যান্টসহ সব ধরনের পোশাক।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএইচ/এমআই/এসকে/