
ঢাকা: দীর্ঘদিন ধরেই একটি অভিযোগ বার বার শোনা যাচ্ছে তা হলো অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে টেলিভিশনের অনুষ্ঠান দেখতে পারছেন না দর্শকরা। ফলে টিভি নাটকে হারাতে হচ্ছে দর্শক। তাই টিভি নাটকে দর্শক ফেরানোর উদ্যোগ নিয়েছেন অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদ।
তিনি বিরতিহীন নাটক দেখানোর ব্যবস্থা করছেন। প্রতি মাসে তার প্রযোজিত চারটি নাটক প্রচার হবে। মাহফুজ আহমেদের এই উদ্যোগকে বাংলা নাটকের দর্শক ফেরানোর আন্দোলন হিসেবেই দেখছেন অনেকেই।
বুধবার গুলশান ক্লাবে ‘ভালোবাসার প্রহর’ নাটকের প্রচার উপলক্ষে সংবাদ সম্মেলনে মাহফুজ আহমেদ বলেন, ‘দর্শকরা নাটক দেখে না। কেউ দেখতে চায় না। দর্শক যেহেতু দেখতে চায় না, বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিতে চায় না। দিলেও টাকা কম দেন। চ্যানেল কর্তৃপক্ষ যেহেতু কম টাকা পান, তারাও নাটকের জন্য পয়সা কম দেন। একটার সঙ্গে অন্যটা সম্পর্কিত। দর্শক চলে গেছে ভারতীয় চ্যানেলে। তাদের ফেরাতে হবে।’
এদিকে অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘মার্কেটিং বিভাগ টিভি অনুষ্ঠান নির্বাচন করে। নাটকে কাদেরকে কাস্টিং করা হবে, গল্প কী হবে, কারা নির্মাণ করবেন; সেগুলোও নিয়ন্ত্রণ করে তারা।’
তিনি বলেন, ‘এখন নাটক বানানোর জন্য চ্যানেলে গেলে অনুষ্ঠান বিভাগ বলে মার্কেটিংয়ের সঙ্গে কথা বলতে। মার্কেটিং বিভাগই গল্প বাছাই করছে, কারা অভিনয় করবেন; সেটাও ঠিক করে দিচ্ছে। আমার আপত্তি হচ্ছে, তারা গল্প বা অভিনয়ের কী বোঝেন? তাদের সঙ্গে কেন এ নিয়ে কথা বলতে হবে? তারা তো শুধু মার্কেটিংটাই ভালো বুঝবেন।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে গাজী রাকায়েত, তারিক আনাম খান, তৌকীর আহমেদ, সাদিয়া ইসলাম মৌ, মাজনুন মিজান, আবদুন নূর সজল, নুসরাত ইমরোজ তিশা, নাঈম, নাদিয়া, শবনম ফারিয়া, মিশু সাব্বির উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ