
আসিফ আলম, ঢাকা: চলতি বছরের অন্যতম আলোচিত যৌথ প্রযোজনার ছবি ঢালিউড কিং শাকিব খান ও ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর ‘শিকারী’। আসছে ঈদে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আর তাই এই ছবিকে ঘিরে চলচ্চিত্র প্রেমীদের যল্পনা-কল্পনার যেন শেষ হচ্ছে না। কেননা শাকিব খানের প্রথম যৌথ প্রযোজনা, ব্যতিক্রমধর্মী লুক এবং শ্রাবন্তির সাথে প্রথম জুটি বাঁধা সব দিক থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই ছবি। আর দর্শকদের মত শাকিব খান নিজেও বেশ আশাবাদী এই ছবিটি নিয়ে।
নিউজনেক্সটবিডি ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘শিকারী’ ছবিটি আমার ক্যারিয়ারের প্রথম যৌথ প্রযোজনার সিনেমা। আর তাই আমি আমার নিজের সবটুকু দেয়ার চেষ্টা করেছি। তাছাড়া আমি বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো তাই দর্শকরা আমার কাছে অনেক বেশি আশা করে।’
শাকিব আরো বলেন, ‘বলতে গেলে আমি কলকাতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। আমার দায়িত্বটাও বড় ছিল। নিজের সবটুকু দিয়ে দর্শকদের ভালো কিছু দেয়ার চেষ্টা করেছি।’
তিনি আরো বলেন, ‘যারা বলছে বাংলাদেশে ভালো সিনাম হয় না তাদের বলবো ‘শিকারী’ দেখার জন্য। আমি এতটুকু বিশ্বাস রেখে বলতে পারি কোনো দর্শক বিন্দুমাত্র বোরিং হবে না।’
অনেকটা আশা নিয়েই ঢালিউডের এই জনপ্রিয় নায়ক বলেন, ‘শিকারীর মাধ্যমে আবার বাংলা সিনেমার দর্শকরা হলমুখী হবে।’
ইতোমধ্যে শিকারীর টিজার সহ দুইটি গান প্রকাশ করা হয়েছে, যা ঝড় তুলেছে বলা যায়। তাছাড়া যৌথ প্রযোজনার আরো একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে আসছে ঈদে। ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ’র ‘বাদশা’ সিনেমা। চলচ্চিত্র প্রেমিরা অনেকেই ভাবছেন টালিউড কিং জিৎ’র ‘বাদশা’ ও ঢালিউড কিং শাকিব খানের ‘শিকরী’ মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। দুই বাংলার দুই সুপারস্টার একসাথে মাঠে নেমেছে, তাই প্রতিযোগিতার গন্ধটাও একটু বেশি। কে কার থেকে উপরে উঠে তা সময় বলে দিবে।
‘শিকারী’ সিনেমা যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত এবং কলকাতার জয়দীপ মুখার্জী। ‘শিকারী’ ছবিতে শাকিব- শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করেছেন রাহুল দেব ও সুপ্রিয় দত্ত।
আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘ সম্রাট’ ও মেণ্টাল নামের আরো দুটি সিনেমা।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই