
ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজনৈতিক দলের পরিচয়ে প্রার্থী করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের পর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট মনজিল মোরসেদ এই রিট আবেদন করেন বলে জানিয়েছেন তিনি নিজে।
মনজিল মোরসেদ নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, রিটে স্থানীয় সরকার (ইউপি নির্বাচন) সংশোধন আইন (২০১৫) এর ২৬ ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। ২০০৯ সালের ১৯(ক) ধারা সংশোধন করে তাতে রাজনৈতিক দলের মনোনীত হইবে বলে সংযোজন করে বলা হয়েছে। ওই ধারাটি চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে।
এ ছাড়া দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হওয়ার কারণে সহিংসতার মাত্রা বেড়েছে। এ কারণে দলীয় প্রতীকে ইউপি নির্বাচন বাতিল চাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে মন্ত্রী পরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, আইন সচিব, নির্বাচন কমিশনের সচিব, স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
প্রতিবেদক: ফজলু, সম্পাদনা: জাহিদ