
ঢাকা: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধাকে যারা নির্মমভাবে মারধর করেছেন তাদের শুধু দল থেকে বহিষ্কার করলে হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বিডিএম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নির্যাতনের শিকার মুক্তিযোদ্ধাকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, ‘মুক্তিযোদ্ধা মুক্তারকে যারা নির্মমভাবে মারধর করলো তাদের গ্রেফতার করার পর এখন তারা জামিনে। এটা দু:খজনক। একজন মুক্তিযোদ্ধাকে সম্মান করতে না পারা জাতির জন্য কলঙ্কময়।’
তিনি বলেন, যে দল নিজেদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল বলে দাবি করে তাদের একটি অংশই আজ মুক্তিযোদ্ধাদের নির্যাতন করছে এটা খুবই লজ্জাজনক।
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আরো বলেন, ‘মুক্তারের বিষয়ে আজই আমার সাথে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের কথা হয়েছে। আমি তাকে বলেছি এ বিষয়ে ব্যবস্থা নিন। তখন নানক আমাকে বললেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
আক্রমনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শাহরিয়ার বলেন, ‘দল থেকে বহিষ্কার করা কোনো শাস্তি হতে পারে না। হামলাকারীদের জেলে নিতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’
গত ১৮ অক্টোবর সন্ধ্যায় জেলার শৈলকুপার কবিরপুরে টেন্ডার দাখিলকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধা ও তার ছেলের ওপর অতর্কিত হামলা করা হয়। সিসি ক্যামেরায় ধরা পড়া হামলার ছবি দেখে প্রতিবাদে সরব হন অনেকেই। আহত মুক্তার আহমেদ মৃধা বর্তমানে বিডিএম হাসপাতালের ৪১০ নম্বর কেবিনে চিকিৎসাধীন।
ওই ঘটনায় ১৯ অক্টোবর জেলা ও উপেজলা আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়। গ্রেফতার হয় কয়েকজন। সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ আব্দুল হাই-এর প্রভাবে আসামিরা জামিন পান, এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: জাহিদ