
ডেস্ক: বলা হয়েছিল কখনোই গর্ভধারণ করতে পারবেন না তিনি। অথচ সেই নারী ১০ দিনের ব্যবধানে দুইবার গর্ভধারণ করে জন্ম দিয়েছেন যমজ সন্তানের। অস্ট্রেলিয়ার এ নারীর নাম কেইট হিল।
কেইটকে চিকিৎসকেরা সাফ জানিয়ে দিয়েছিলো যে তিনি গর্ভধারণ করতে পারবেন না। ফলে তিনি পলিসিস্টিক ওভারির জন্য হরমোনের চিকিৎসার দ্বারস্থ হন। এ চিকিৎসার সময়েই গর্ভধারণ করতে সক্ষম হন।
মাত্র কয়েকদিনের ব্যবধানে কোনো নারীর দ্বিতীয়বার গর্ভধারণ করার ঘটনা বিরল। শার্লট ও অলিভিয়া নামে তাঁর যমজ দুই কন্যা শিশুর জন্ম হয় দশ মাস আগে। তাদের আকার, ওজনও ভিন্ন ছিল। এ ধরনের ঘটনা বিশ্বে মাত্র ১০টি রয়েছে।
বেশির ভাগ ক্ষেত্রে একই সময়ে দুটি ডিম্বাণু বের হওয়ার কারণে যমজ সন্তানের জন্ম হয়। একটি নিষিক্ত ডিম্বাণু ভেঙে দুটিতে পরিণত হওয়ার ঘটনা খুব কমই ঘটে।
অস্ট্রেলিয়ার সেভেন নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে কেইট জানিয়েছেন, “বাচ্চা দুটো জন্ম নেয়ার আগে আমরা বুঝতেই পারিনি এটা বিশেষ কিছু ছিল।”
সূত্র: বিবিসি, সম্পাদনা: প্রণব