
ঢাকা: দানব সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার মহানগর নাট্যমঞ্চে খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য বিরোধী দলকে দমন পিড়ন করে অনৈতিক সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। এ দখলদার, অবৈধ, দানব সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য ২০ দলীয় জোট গঠন করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক পরিবেশ এবং স্বাধীনতার চেতানাও সংকটের মধ্যে রয়েছে। এ সরকারের উপর মানুষের কোনো আস্থা নেই। বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা, হামলা, গুম, গ্রেফতার করে দেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছে। পাঁচশতের বেশি নেতাকর্মী এখনও গুম রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের রাজনীতি থেকে দূরে সরে রাখার একটি অপকৌশল এ সরকারের। এ দেশে সত্যের, আইন, বিচার, ন্যায়ের কোনো স্থান নেই। অনৈতিক সরকার দেশকে বসবাসের অযোগ্য করে ফেলেছে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য এ দখলদার সরকার অপচেষ্টা করছে বলেও জানান তিনি।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, বারবার বলার পরেও আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। কারণ তারা জানে নিরপেক্ষ নির্বাচন হলে তারা জিতবে না তা্ই জোর করে অনৈতিকভাবে ক্ষমতা দখল করে রেখেছে।
এ সরকারের আমলে শুধু মুসলমানই নয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষই ক্ষতির সম্মুখিন হচ্ছে। এ জালিম সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে বলে জানান মির্জা ফখরুল।
রাষ্ট্রপতির সাথে আলোচনা শেষে জালিম সরকারের শুভ বুদ্ধির উদয় হবে আশা করে তিনি বলেন, তাদের শুভ বুদ্ধির উদয় হবে তারা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ কমিশনের দ্বারা নির্বাচন দিবেন।
অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম নায়েবে আমীর আল্লামা নূর হোসেন কাশেমী, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যপক আহমেদ আবদুল কাদের, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইসহাক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: জাবেদ