
ঢাকা: দাবি তাদের একটাই, বিশ্ববিদ্যালয়ে হল চাই। মঙ্গলবার সকাল থেকে আবাসিক হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। ঘোষিত ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।
দুপুরের দিকে পুরান ঢাকার ইংলিশ রোড এলাকায় টায়ার জ্বালিয়ে ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবরোধ করা হয় জবি ক্যাম্পাসের সামনে থেকে রায়সাহেব বাজার পর্যন্ত সড়ক।
মঙ্গলবার দুপুরে আজকের মতো ছাত্র আন্দোলনের সমাপ্তি টানা হয়েছে। তবে শিক্ষার্থীদের পক্ষে রাশেদুল ইসলাম বলেন, ‘আগামীকাল (বুধবার) আবারো ক্যাম্পাসে ছাত্র ধর্মঘট পালন করা হবে।’
সংবাদ সম্মেলনে রাশেদুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসে কোনো ক্লাস পরীক্ষা হবে না। কোনও প্রশাসনিক কার্যক্রম চলবে না। কোনো ভর্তি কার্যক্রম চলবে না। আগামীকালও যদি হলের দাবি মেনে নেয়ার বিষয়ে কোনো ঘোষণা না পাই তাহলে আন্দোলন আরো দীর্ঘ করা হবে।’ যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছ থেকে হলের দাবির বিষয়ে সুস্পষ্ট আশ্বাস না পাবো ততদিন এ আন্দোলন চলবে বলেও জানান তিনি।
ছবি: জীবন আহমেদ, প্রতিবেদন: ময়ূখ ইসলাম, সজিব ঘোষ