দামুড়হুদায় ৩ জুয়াড়িকে কারাদণ্ড

চুয়াডাঙ্গা: দামড়হুদা উপজেলার জুয়ার বোর্ডে ভ্রাম্যমাণ আদালত ৩ জুয়াড়িকে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান তাদের এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজ হাতে জুয়ার বোর্ড থেকে এদেরকে আটক করে এবং রাত ৯টার সময় ভ্রামমাণ আদালত বসিয়ে এ রায় প্রদান করেন। এসময় আরও বেশ কয়েক জন জুয়াড়ি পালিয়ে যায়।
আটককৃত কারাদন্ডাদেশ পাওয়া জুয়াড়িরা হলেন- চুয়াডাঙ্গা সবুজ পাড়ার মহাম্মদ আলীর ছেলে এস আর আহাম্মদ (৪২), চুয়াডাঙ্গা সিএন্ডবি পাড়ার আবুল কাশেমের ছেলে রকিব উদ্দিন (৩০) ও দর্শনা হল্ট স্টেশন পাড়ার বজলুর রহমানের ছেলে আতিয়ার রহমান (৪০)।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই