দামুড়হুদায় ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড

চুয়াডাঙ্গা: দামুড়হুদা ভ্রাম্যমাণ আদালত ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আদালতসূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পরিবেশনের দায়ে তিনটি খাবারের হোটেলে ২ হাজার ৫০০ টাকা, প্রিজারভেটিভযুক্ত আম বিক্রি করার দায়ে একটি ফলের দোকানে ২ হাজার টাকা ও ওজনে কম দেওয়ায় চারটি মুদি দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান জানান, জরিমানা করা প্রত্যেক ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে দণ্ডকৃত অর্থ পরিশোধ করলে তাদেরকে মুক্তি দেয়া হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই